"আরে ! কী খবর ? কেমন, ভালো তো ?"
"হু:! আর কী ভালো?"
"কেন ? আবার কী হলো ?"
"হলো মানে ? আপনি জানেন না?"
"কই না তো ?"
"এঃ ? কোথায় থাকা হয় মশাইয়ের ? কোনো খোঁজ খবরই রাখেন না দেখছি। পাড়ায় কী হচ্ছে না হচ্ছে .....যায় আসে না বুঝি ?"
"যায় আসে না মানে? যায় আসবে না কেন বলছেন?"
"বা রে ! এতো বড়ো কান্ড ঘটে গেলো আর আপনি কী মশাই খোঁজই রাখেন না। "
"আরে কী মুশকিল ! কী হলো তা না বলে আবার সেই আবোল তাবোল..."
"শুনবেন ? শুনতে চান?"
"হ্যাঁ ! হ্যাঁ রে হ্যাঁ ! বলুনই না কী ব্যাপার... "
"তবে শুনুন..আমাদের ডেপি ..কী বলবো মশাই ..ছ্যা: ছ্যা: ...শুনে অবধি...কী বলবো আর (গলা নামিয়ে) ডেপি আমাদের পোয়াতি হয়েছে। কী কেচ্ছা ... কী কেচ্ছা !"
"ছেলেটি ক্যাডা ?"
"সে তো বেপাত্তা। "
"এ: ? কী বলেন মশাই ?
" তাও জানেন না মশাই ? আপনাকে নিয়ে আর পারা গেলো না। এত বড় একটা কান্ড ঘটে গেলো পাড়ায় আর আপনি...."
"কী করবো বলুন ? চাকুরে মানুষ। সকালে বেরিয়ে রাত্রে ফিরি। কী করেই বা এতো খবর রাখি বলুন ? তা মা আর বাচ্চা ভালো তো? দেখাশোনার ভার তাহলে কে বা করা...."
"আরে ছাড়ুন মশাই। আবার দেখাশোনা। সারা পাড়া দেখা শোনা করছে।"
"সারা পাড়া ? সমাজের তাহলে উন্নতি হয়েছে বলুন। সবাই মিলে যখন ভার সামলাচ্ছে তখন সামাজিক দায়দায়িত্বর মাপ বেড়েছে। কী বলেন ?"
"এঃ ?" কিছুক্ষন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে , " কী যে বলেন ?শুধু মা নাকি ? তার আবার দু দু খান...আমার উনি আবার আদর করে নাম রেখেছে কুঁচি আর বুঁচি। উফ আর পারি না। "
"বা: ! খুব সুন্দর মিষ্টি নাম..."
"হু:"
"তা অন্নপ্রাশন টাশন কবে?"
"এ:...? কুকুরের বাচ্চার আবার অন্নপ্রাশন ? আপনার মাথা খারাপ নাকি?"
"কু..."
"আপনি কী ভাবলেন মানুষের? ছো :...ছো: ..."
"উফঃ! আগে বলবেন তো। তখন থেকে।"
"তবে আরেকটা খবর আছে ," গলা খাটো করে , "সেটা কিন্তূ মানুষ
সংক্রান্ত .."
"আরেকদিন শুনবো দাদা। একটু তাড়ায় আছি। অফিস যেতে হবে... চলি। "
হন হন করে এগিয়ে গেলেন।
"যা বাব্বাঃ !" মাথা নাড়তে নাড়তে , "কেমন ধারার লোক। কুকুরের গল্প এতক্ষন ধরে মন দিয়ে শুনলো। আসল কথা শোনার সময় কাজের তাড়া। হু:..."
No comments:
Post a Comment