Wednesday, July 31, 2013

জোয়ার ভাটা




অভ্র  সফ্ট ওয়ারটা  কাজ না করার দরুণ  আবার  বাংলা লেখায় ভাটা পড়ল।  মনটা  অনেকদিন হলো ছটফট   করছিল কিছু লিখব-লিখব করে।  কিন্তু  লেখার উপায় নেই তাই মনমরা হয়ে পড়ে  থাকা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না - তবে আর না।  ঠীক করলাম আজ অন্তত দু লাইন লিখেই  ঘুমোবো।  সেই কারণেই ব্লগে আসা।   
 
আর এসেই বাংলা ফণ্টটা  সিলেক্ট করে টক-টক করে কীবোর্ডে টোকা মারতেই প্রিয় স্ক্রিপ্টটা  পি-সি-র  পর্দায় ভেসে  উঠল।  মনটা আবার টগবগিয়ে উঠেছে।  কিন্তু এখন আর না, রাত অনেক হলো।  এবার শুতে যাবার তাড়া।  বাকি কাল..... শুভ রাত্রি। 

 

No comments:

Post a Comment