Showing posts with label Poem in Bengali. Show all posts
Showing posts with label Poem in Bengali. Show all posts

Saturday, September 12, 2015

উপহার


অতিত পেরিয়ে এলাম
আবার সম্মুখে পেলাম তোমায়
নিজের কাছে লোকাই কী বল?
অর্ধেক রাজত্ত্ব তো তোমারই
আর বাকী যা রইল পড়ে
কিছু আমার – ছাইপাশ
কিছু দেনা-পাওনার বিভ্রাট
ও তুমি নিওনা
 সামলাতে পারবে না
 এই জীবনের হিসেব নিকেষ
আমাকেই চুকোতে হবে সব
যদিও উপহার তোমারই দেওয়া
তবে  এমনি ফিরিয়ে কী করে দিই বল
মানে লাগে যে বড্ড
কেউ বলেনি বিকিয়ে দিতে নিজেকে
কোনও পাঠ্য পুস্তক শেখায় নি এই কথা
তবুও পথে বিছিয়ে দিই আকুলতা
ভুলে? ভ্রমে? আদতে? বিবশতায়?
সে শুধু আমারই মাথা ব্যাথা
তোমার কী ?
তোমায় আমি দেব ফেরত
রং, গান, ছন্দ, আলপনায় আঁকা
আর কিছু  নির্বাক শব্দ অশ্রু মালায় গাঁথা ...