বয়স বাড়ছে ..না: ...হলো না...বুড়ো হচ্ছি বুঝতে পারছি।
সকালে ঘুম থেকে উঠে আবার গা এলিয়ে দিতে ইচ্ছে করে ..বিছানায়
চা খেতে বসে মনে হয় আরেকটু বসে থাকতে পারলে বেশ হতো .. সোফায়
রান্না ঘরে ঢুকে মনে হয় উফ আবার রান্না ..ধ্যুত !
অফিসে না যেতে পারলে কেমন হতো ..ভালোই হতো আর কী ?
গাঁটে গাঁটে নানা প্রকারের ব্যাথা বেদনার কথা নাই বা পারলাম ..
অনেক কিছু আগে খেতে ভালো লাগতো .. রসিয়ে রসিয়ে রান্না করে আঙ্গুল চেটে খাওয়া - উঠে গেছে। পেটে সয় না .
আয়নার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নিজেকে দেখতে ভালো লাগতো নানান এঙ্গেলে ... এখন চুলের পাক ধরাটা বেশি নজর কাড়ে ..সরে আসি। কাকে দেখছি ? এই কি সেই আমি????
খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাওয়ার বাতিক হয়েছে..মনে হয় চুপ করে বসে থাকি ..ওই লোকটা কী যে ঘ্যান ঘ্যান করছে .... সে যেই হোক না কেন
একটা ভয় ঢুকেছে . এর পরে কী হবে ..আজ যেটা করতে পারছি কাল যদি না পারি তবে ?
নার তালিকাটা লম্বা হয়ে যাচ্ছে ..
দুপুরে নাক ডেকে ঘুমোবার স্বভাবটা চিরকালের। এখন সেটা বিপজ্জনক লেভেলে দাঁড়িয়েছে। যেকোনো সময় যেখানে ইচ্ছে।
সে যেখানেই হোক ঘুমে ঢুলে পড়তে দেরি লাগে না। একদিন তো ক্যাবে.. ড্রাইভার মশাই আগেই দর দস্তুর করে নিয়েছিল - সিএনজির দাম বেড়েছে। আপনি যদি এসি চান তাহলে আমাকে ডাইরেক্ট পেমেন্ট করে দিন. আমি বললাম না এসির দরকার নেই. বলতে বলতেই ঘুমে ঢুলে পড়লাম। গাড়ির খোলা জানালা দিয়ে "প্রখর তপন তাপে ..এ .এ .এ " এমন ভাবে নাক ডাকিয়ে কেউ ঘুমোতে পারে ক্যাব চালকের বোধহয় ধারণার বাইরে। অনেকবার ধুম ধুম করে ব্রেক কষেও জাগাতে না পেরে গম্ভীর মুখে আমায় অফিস অবধি ছেড়ে দিয়ে বোধ করি স্বস্তির নি:শ্বাস ছেড়ে বেঁচেছে।
আরও অনেক এরকম ছোট ছোট ব্যাপারে বুঝতে পারি পৃথিবীতে অনেক দিন কাটিয়ে ফেলেছি।
কিন্তু এখনো "সাধ না মিটিল আশা না পুরিলো সকলি ফুরায়ে যায় মা ..আঁ ..আঁ ..আঁ "
গলায় আজকাল তেরোটা সুর খেলছে - এ টা আরেকটা ইন্ডিকেশন..
এবার রাখি
আর বোর করবো না।
No comments:
Post a Comment