যাদের দুপুরে নাক ডাকিয়ে ঘুমোবার ব্যারাম আছে এই লেখাটি তাদের জন্যে ..
শিতের দুপুর
ঘুমের আবেশ
"লেপের আদরে "
সন্ধ্যে নামে নি:ঝুম সুর
বসন্তের দিন
কোকিলের তান
"সুবাস শয়ান"
অলস রঙ্গীন
তপনের তাপ
শীতল বাতাসে
আধো আঁধারে
স্বপ্নের ঝাঁপ
হেমন্ত রাগ
মেঘের পালকে
স্নিগ্ধ আমেজ
আকাশের নীল
শুভ্র সুনীল
ঝিরঝিরে হাওয়া
হুতাশের হাঁক
আবার পরশ
হিমের অবশ
করা সেই দিন
স্বপ্ন বিহীন
অপরাহ্নের কত না রূপ
No comments:
Post a Comment