Showing posts with label জন্মদিন. Show all posts
Showing posts with label জন্মদিন. Show all posts

Saturday, December 22, 2012

অনেক দিন পর নিজেকে ফিরে পেলাম


ল্যাপটপটা ক্র্যাশ করে যাওয়াতে জগত থেকে বিচ্যুত, অন-লাইন বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছিলাম না। মন হাকুপাকু করছিল। যাইহোক, ল্যাপটপটা তো ঠীক হতে লাগল প্রায় হপতা খানেক কিন্তু সমস্যা দাঁড়াল মাইক্রোসফ্ট(২০১০) অফিস নিয়ে। আমার আগের ভার্সানটা ছিল ট্রায়াল ভার্সান। হার্ড ডিস্কটা বদলাতে গিয়ে দেখা গেল মাইক্রোসফ্ট আবার ইন্সটল করতে হবে। আমি আবার অত কম্পিয়ুটার সম্বন্ধে ওয়াকিবহাল নই। আমার কম্পিয়ুটারে সব রকম ডাউনলোড আমার বোনপো করে থাকে। তাঁকে আবার পাওয়া মুশকিল – সে এখন বেঙ্গালোরে।

সব রকম প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ-মেষ গত সপ্তাহে ল্যাপটপটা চালু অবস্থায় এসেছে। আজ অভ্র কীবোর্ডটা ডাউনলোড করে ফেললাম। এখন সোয়াস্থি।

আজ আমার জন্মদিন।

জন্মদিনে নিজেকে এই উপহার দিলাম – ঘরে ফিরে আসার।

এখন চুটিয়ে গল্প করা যাবে কেমন?