গত দশ বছর ধরে এই একই পথে রোজ যাতায়াত করছি তবুও কেন জানিনা দেখতে পাইনি। দেখা উচিত ছিল বলবো না তবে না দেখাটা আজব ঠেকছে বটে। কীরকম করে যে মিস করলাম তাই ভাবছি। ন্যাশনাল সাইন্স সেন্টারের পেল্লায় বিল্ডিং এর মাথায় ডাইনোসোরাসের বিশাল প্রতিকৃতিটা। সবুজ রঙের। আমার জুওলজির জ্ঞান কম. তাই এগজ্যাক্ট স্পিসিটা বলতে পারবো না. তবে মনে হয় টেরোড্যাকটাইল হলেও হতে পারে।
আসল কথা হলো - কতো মিলিয়ন বৎসর পূর্বে এই সরীসৃপ সারা পৃথিবী দাপিয়ে বেরিয়েছে। মানুষ তখন কোথায় ? হয়তো ভগবান মানুষের তখনো কল্পনা ও করেননি। কিন্তু আজ এই বিশালকায় প্রাণী ধরণী থেকে সমূলে নিশ্চিহ্ন। মানুষ কী এই ছোট কথাটা মনে রেখেছে ?
আজ মানুষ তাঁর কৃতিত্বের গর্বে , বুদ্ধির ঐশ্বর্যে , শারীরিক ও মানসিক বলের দম্ভে ধরা কে সরা জ্ঞান করছে - যুদ্ধ বাঁধিয়ে সোল্লাসে নাচছে , একে অন্যকে পায়ের নিচে কুচলে ফেলে আনন্দে লাফাচ্ছে একে অন্যের সমূহ ক্ষতি করে স্বাভিমানে ফেঁটে পড়ছে। এরা কী ডাইনোসরের কাহিনী ভুলে গেছে না মনে রাখা প্রয়োজন মনে করে না ?
No comments:
Post a Comment