Showing posts with label #বাংলাব্লগ #শিতকাতুরে #রোমহর্ষক #রক্তাক্ত #আজগুবি. Show all posts
Showing posts with label #বাংলাব্লগ #শিতকাতুরে #রোমহর্ষক #রক্তাক্ত #আজগুবি. Show all posts

Tuesday, January 23, 2024

বসে আছি পথ চেয়ে

চুপচাপ ।

বাইরে প্রচন্ড ঠান্ডা।

কুয়াশায় ঘেরা।

ধোঁয়াটে।

কাঁচের জানালাটা মাঝে মাঝে জলের ধারায় ভিজে যাচ্ছে। যেন বৃষ্টির ধারা ঝরে পড়ছে। আসলে কুয়াশা জলের ধারায় পরিণত হচ্ছে । আর কিছুই নয়।

এইরকম আবহাওয়ায় হিটারের সামনে বসে ভুতের গল্প বা রহস্য রোমাঞ্চ উপন্যাস বা টিভিতে এরকম ধরনের সিনেমা বা সিরিজ দেখার মরশুম।

কিন্তু কিছুই করছি না।

পায়ের মোজাটা ভিজে ভিজে লাগছে।

কেন?

আমি তো জলে যাইনি।

তবে?

ঝুঁকে দেখি একরাশ রক্ত।

পায়ের তলার দিকটা।

মোজা ভিজে গেছে।

না কোনো রক্তাক্ত খুনের সীনে পায়ের ছাপ ফেলে ( জুতো ছাড়া ?) আসিনি।

কাউকে রাগের বসে নিশুতি রাতে ঝোপ বুঝে কোপ মারিনি।

তবে?

চিল ব্লেন...

কনকনে ঠান্ডায় পায়ের আঙুলগুলি ফুলে চুলকুনি হয়। চুলকে চুলকে ফেটে রক্ত বেরোয়। 

তারেই কয় চিল ব্লেন ।

ওই আর কি!

এই হাঁড় কাঁপানো জানুয়ারি মাসের শীতে বাড়িতে আটকে থেকে একটা রোমহর্ষক পরিস্থিতির সুচনা করলাম।

আর কি!!!🤪🤪

 

এখন একটু খানি রোদের ঝলক দেখা গেছে।

দেখা যাক কতক্ষন থাকে।

ঠান্ডা কমে কিনা।

তার সঙ্গে চিল ব্লেন । 🤞🤞


#বাংলাব্লগ #আজকেরডায়েরি #শীত #রক্তাক্তব্যাপার #রোমহর্ষক