(আমার প্রথম বাংলা ফাইভ
সেন্টেন্স ফিক্শন অর্থাৎ পঞ্চবাক্যোপন্যাস ইংরাজি ভার্সান সহ । যদিও একটি অন্যের সম্পূর্ণ
ভাষানুবাদ বলব না কারণ দুটো গল্পের গাঁথুনি এক হতে পারে ভাষা এক নয়, বিচার এক নয়
এবং শব্দ প্রয়োগ ও লব্ধ ও এক নয়; তবুও বলতে পারেন বিভীন্ন ভাষায় একই গল্পের রসাস্বাদন করা
খুব কঠীন না হলে ও ভিন্নতা বজায় রাখা অনিবার্য তো নয় আবার নিয়মভঙ্গ ও নয় ...। কী
বলেন ?)
আজ সকালে দ্বিপ্রাহরিক ভোজন
রাঁধতে গিয়ে ফিকে ঝিঙের তরকারিতে নুন দিতে ভুলে গেছি। অফিসের মীটিঙে যাওয়ার পথে গাড়ী
থেকে নামতে গিয়ে কোলের উপর রাখা পার্সোনাল ডায়েরিটা কখন যে রাস্তায় পড়ে গেছে টের
পাইনি আর যখন টের পেলাম তখন আর সেটা খুঁজে পাওয়ার কোনো উপায় ছিল না। অফিস থেকে ফেরৎ
আসার পথে একটা টার্নিংয়ে আমার গাড়ীটা প্রায়ঃ আরেকটা গাড়ীর সঙ্গে ঠোকাঠোকি লাগতে
লাগতে বাঁচল – অকথ্য গালাগাল, ঝাঁঝালো গলায় রাগারাগি, কুৎসিত ইঙ্গিত কিছু কানে
ভেসে আসল কিন্তু আমি আমল দিইনি। মোট কথা সারা দিনটাই খারাপ কাটল – সে তো কাটবেই
জানা কথা যখন মন অশান্ত তখন জীবন যাত্রায় তার প্রতিফলন তো হবেই। মন কেন অশান্ত
বলাই বাহুল্য – কাল আর পরশুর মতন আজ ও তাঁর
আর কোনো ই-মেল আসেনি যে।
This morning while preparing lunch I forgot to put salt
in the as-it-is-insipid-gourd curry – it tasted yuck!!! Later in the day, on my
way to an official meeting I lost my personal diary - perhaps I had dropped it
unaware on the road when I was getting down from the car and by the time I
realized that I had lost it, finding was an impossibility. Returning home I
averted a head-on collision, on the nick of time, with another car at a sharp
turning followed by a volley of unprintable expletives, angry accusations and
sly insinuations from the owner which I pretended to ignore unperturbed. In
short, it was a bad day and why not - a heart heavy with remorse could hardly
manage to spout positive vibes to mend life which seemed, at present, tattered
to shreds. Before retiring to bed, I checked my mail box one more time – no it
was not to be; since the past two days he had stopped replying to my innocuous
query over mail, “Do you really wish to battle with guilt or break the nest and
fly high?”
No comments:
Post a Comment