Wednesday, June 13, 2012

শৈশব - ১


আমি যখন ছোট ছিলাম সারাদিন স্বপ্নের রাজ্যে বিচরণ করতে ভালবাসতাম আমাদের বাড়ির সামনে ছিল মস্ত বড় একটা পার্ক   ছাদের ঘরের জানালায় উঁকি মারত বিরাট একটা নিম গাছের ডাল তার কচি, সবুজ পাতাগুলো হাওয়ায় দুলে দুলে হাতছানি দিত আমায় দিনের বেলায় সূর্যের আলোর ঝিকিমিকি পাতার সবুজের উপর যখন খেলা করত তখন সুবর্ণ বনানীর শোভা মন চোখ দুই কেড়ে নিত সেই খেলা দেখতে দেখতে কত যে ঘণ্টা কেটে যেত তা আর বলার নয় বলা বাহুল্য পড়াশোনা  খুব একটা বেশী হত না এবং তাতে মন ছিল না বিশেষ

এখন জানালা দিয়ে বাইরে তাকালে চোখে পড়ে আকাশ ঢাকা কংক্রিটের বিল্ডিং সামনেই এম সি ডির ছোট একটা পার্ক যেটা অযত্নে জংগলে পরিণত হয়েছে সরকারি মালীগুলো বড়ই বেয়াড়াশত ডাকলেও আসে না তাই পরিষ্কারের পাট অনেক আগেই উঠে গেছে ফলে কিছু আবাসী পার্কটাকে ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করতে শুরু করেছে

এই ফ্ল্যাটে আসার পর শখ করে পার্কে একটা নিম গাছের চারা পুঁতে দেওয়া হয়েছিল তখন পার্কটা পার্কই ছিলবনে পরিণত হয়নি সেই চারা আপন উৎসাহেই বেড়ে উঠে বিশাল ছায়া ঘেরা বৃক্ষ হয়ে আকাশের সাথে নীরবে কথোপকথন করত কিছু মাস হল গাছটা দেখি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে

চড়ুই পাখী আজকাল খুব একটা নজর পড়ে না। দু একটা গাছ ফ্ল্যাটের সামনে পুঁতেছিলাম – পাতাবাহার, ক্রোটন, মানি প্ল্যান্ট, চাঁপা। এবার গরমে দেখি প্রায়ঃ অনেক গাছই ঝলসে পুরে যাচ্ছে।

সেই সোনালীর খেলা, আকাশের মেলা, হাওয়ার দোলা, মন ভোলানো সবুজের ছোঁয়া আর কী কখন ফিরে পাওয়া যাবে ?

তাই ভাবি...        



1 comment:

  1. Shoishab shotti sundor. Kono kichur songe tulona hoy na. Like they say...childhood is golden. Your blog was worth reading...took me to my childhood days.

    ReplyDelete