আমার দৃঢ় বিশ্বাস যে ভগাদা রাইট টাইমে আমাগো সিগন্যাল দ্যান। যেমন এখন সময় আইসা গেসে এবারে এইটা করতেই হইবো। আর ফাঁকি মারনের জো নাই। উদাহরণ দিয়া বুঝাইতাসি মন দিয়া শোনেন থুড়ি পড়েন। এই উদাহরণগুলা স্ট্রেট-ফ্রম-লাইফ তাই গুল মারতাসি ভাইবলে আপনাগোই ক্ষতি।
ঘটনা হইলো এইরূপ :
শনিবারে আরবান ক্ল্যাপ থিকা ডাকছিলাম একটি মাইয়ারে । ওই আরকি একটু নিজেকে পরিষ্কার -টোরিস্কার করবো বইল্যা । মাইয়াটা আগে কখনো আমার বাসায় আসে নাই.. আমারে দেইখ্যা কয় আপনে তো তিরিশের কোঠায় হবেন। শোনেন মাইয়ার কথা। আমি তাচ্ছিল্যের হাঁসি হাইস্যা কইলাম আগামী বছর আমি সাইটের ঘরে পাদিমু। আরে ওই পাদ নয়। ..আপনেও যেমন। ...অন্য পা। শুইন্না মাইয়া থ। হুঁ হুঁ ...
তার পরে বলি শোনেন :
রবিবারে পায়ের ব্যাথাটা বড্ডো বার বাড়ছিলো। আমাগো বাসার পিছনে একটি স্পা খুলসে । আমার বোনপোর বৌডা কৈল মাসি ভালো কইরা আপনে গিয়া হাঁটুর মাসাজ কইরা আসেন। আমিও ছুট দিলাম। একতলায় স্পা। বারান্দায় একটি চীনা মাইয়া দাঁড়াইয়া ছিল... আমারে দেইখ্যা ছুইট্ট্যা নিচে আইসা প্রায় টাইন্না উপরে লইয়া যায় আর কি। উপরে গিয়া দেখি আধো অন্ধকার আধো আলোতে বুদ্ধদেব দাড়াইয়্যা -দাড়াইয়্যা ঘুমাইতাসেন। যাইহৌক, আমি অনেক ইনভেস্টিগেশানের পর (ক্যামেরা লাগানো আছে কিনা, ম্যাসাজ ঘরে আয়না আছে কিনা, কার স্পা , কে স্পা করবো এই সব আর কি) ম্যাসাজ করাইতে রাজি হওয়াতে হাসি খুশি মাইয়াগুলার দন্ত আরও বিকশিত হইলো। নাগামীজ মাইয়াটা (যারে আগে চীনা ভাবসিলাম) আমার হাঁটুর উপর পিয়ানো বাজাইতে বাজাইতে কত গাল গল্প করলো - তারই মইধ্যে কথা কইতে কইতে একখানা মারাত্মক উক্তি বড়ই সহজ ভাবে কইয়া ফ্যালাইলো। আমারে কয় কিনা, "যখন আপনারে উপর থিকা দ্যাখলাম আপ্নে বড়ই ইয়ং লাগতাছিলেন কিন্তু এখন কাছ থিকা দেইখ্যা আর অত আপনারে ইয়ং লাগতাসে না তো... " আমি অন্ধকারের দোহাই দিতে গিয়াও দিলাম না।
আরো শোনেন :
সেই দিনই বিকালে আমাগো হরে রাম, ব্যাটারি -রিক্সা চালক, কাচু মাচু মুখ কইরা আমারে কৈল , "দিদি আপ্নে যাওন লাইগ্যা কোইসিলেন বটে কিন্তু রিক্সার ব্যাটারিতে চার্জ কম , আপনার ভার সৈহ্য করতি পারবো না, আপনারে আরেক দিন নিয়া যামু। "
এই ঘটনাগুলার পর খাওয়া-দাওয়া কমায় দিসি। ভগাদার তাগিদ - এখন ধরিত্রীর উপর বোঝা বাড়াইবার সময় গ্যাসে গিয়া .. বসন্তের ফুরফুরে হাওয়ার মতন শরীরটারে করতি লাইগবো । সে সময় আইস্যা গ্যাসে জানি। আপনাগো কী মত ? কী কন ?